খুঁজুন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১ মাঘ, ১৪৩২

ভারতীয় কূটনীতিকের সঙ্গে ‘গোপন’ বৈঠকের কথা জানালেন জামায়াত আমীর

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৮:৩০ অপরাহ্ণ
ভারতীয় কূটনীতিকের সঙ্গে ‘গোপন’ বৈঠকের কথা জানালেন জামায়াত আমীর
শেয়ার করুন

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনের পর ঐক্যমত্যের সরকার বা ‘ইউনিটি গভর্নমেন্ট’ গঠনে নিজেদের আগ্রহের কথা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (৩১শে ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে দলটির আমির ডা. শফিকুর রহমান এ কথা জানান। এই সাক্ষাৎকারে তিনি চলতি বছরের শুরুর দিকে এক ভারতীয় কূটনীতিকের সঙ্গে তার বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। জামায়াত আমির দাবি করেছেন, ভারতীয় ওই কূটনীতিকই তাকে বৈঠকটি গোপন রাখতে বলেছেন। এজন্য এটি গোপন রাখা হয়েছে।

 

 

বুধবার (৩১শে ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে দলটির আমির ডা. শফিকুর রহমান এ কথা জানান। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনের পর ঐক্যমত্যের সরকার বা ‘ইউনিটি গভর্নমেন্ট’ গঠনে নিজেদের আগ্রহের কথাও জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

 

 

 

প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে কথা বলতে গিয়ে শফিকুর রহমান জানান, অন্যান্য দেশের কূটনীতিকরা তার সঙ্গে প্রকাশ্যে দেখা করলেও, ওই ভারতীয় কর্মকর্তা বৈঠকটি গোপন রাখার অনুরোধ করেছিলেন।

 

 

 

তিনি জোর দিয়ে বলেন, তাদের সবার প্রতি এবং একে অপরের প্রতি উন্মুক্ত হতে হবে এবং সম্পর্ক উন্নয়নের কোনো বিকল্প নেই। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য না করলেও, ভারত সরকারের একটি সূত্র নিশ্চিত করেছে যে তারা বাংলাদেশের বিভিন্ন দলের সঙ্গে যোগাযোগ রাখছে। এছাড়া শেখ হাসিনা ভারতে অবস্থান করায় দুই দেশের সম্পর্কের অবনতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াত আমির।

 

 

 

শফিকুর রহমান বলেন, তারা অন্তত পাঁচ বছরের জন্য একটি স্থিতিশীল দেশ দেখতে চান এবং দলগুলো একত্রিত হলে তারা মিলেমিশে সরকার পরিচালনা করবেন। তিনি উল্লেখ করেন, যেকোনো ঐক্যমত্যের সরকারের ক্ষেত্রে দুর্নীতি দমন হতে হবে একটি যৌথ এজেন্ডা।

 

 

 

সরকার প্রধান নির্বাচনের বিষয়ে তিনি জানান, যে দল সবচেয়ে বেশি আসনে জয়ী হবে, প্রধানমন্ত্রী তাদের মধ্য থেকেই নির্বাচিত হবেন। পাকিস্তানের সঙ্গে জামায়াতের ঐতিহাসিক ঘনিষ্ঠতা নিয়ে করা প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা সবার সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখেন এবং কোনো নির্দিষ্ট একটি দেশের দিকে ঝুঁকতে আগ্রহী নন।

 

 

 

সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রসঙ্গে জামায়াত আমির মন্তব্য করেন যে, জামায়াত অন্তর্ভুক্ত কোনো সরকার তার সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না। এ বিষয়ে বুধবার রয়টার্সের সঙ্গে টেলিফোনে আলাপকালে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কোনো মন্তব্য করতে রাজি হননি।

 

 

 

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার জামায়াতের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়। জনমত জরিপ বলছে, আগামী নির্বাচনে বিএনপির পরেই দ্বিতীয় শক্তিশালী অবস্থানে থাকতে পারে জামায়াত।

নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতা কক্সবাজার থেকে গ্রেফতার

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ২:৫৮ পূর্বাহ্ণ
নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতা কক্সবাজার থেকে গ্রেফতার
শেয়ার করুন

কক্সবাজারের মহেশখালী থেকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও কটিয়াদী উপজেলার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পাঁচ শীর্ষ নেতাকে গ্রেফতার করেছে র‌্যাব।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ তুহিন, কটিয়াদী উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সম্রাট আলমগীর, সাধারণ সম্পাদক রনি খান, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রাকিব এবং ছাত্রলীগ নেতা সামাদ উল্লাহ।

কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, এ বিষয়ে এখনো থানায় কোনো আনুষ্ঠানিক বার্তা পৌঁছায়নি।

সাকিবকে নিয়ে নেদারল্যান্ডসের বিশ্বকাপ দল ঘোষণা

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১:১৯ পূর্বাহ্ণ
সাকিবকে নিয়ে নেদারল্যান্ডসের বিশ্বকাপ দল ঘোষণা
শেয়ার করুন

 

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস। সেই দলের নেতৃত্ব দেবেন স্কট এডওয়ার্ডস। বাংলাদেশ সফরের পর এটি নেদারল্যান্ডসের প্রথম টি-টোয়েন্টি দল। আগের স্কোয়াডের সঙ্গে এই দলে অনেক পরিবর্তন এসেছে।

দলে ফিরেছেন সাকিব জুলফিকার। গেল বছরের জুলাইয়ের পর থেকে আর কোনো আন্তর্জাতিক ম্যাচেই খেলেননি তিনি। যার ফলে তার দলে ফেরাটা খানিকটা চমকই উপহার দিয়েছে।

এদিকে রোলোফ ভ্যান ডার মার্ভে, বাস ডি লিডে, মাইকেল লেভিট ও জ্যাক লায়ন-ক্যাশে। তারা সর্বশেষ খেলেছিলেন ইউরোপ অঞ্চল ফাইনালে। ওই টুর্নামেন্টের পর নেদারল্যান্ডস বাংলাদেশ সফরে গিয়েছিল।

৩৪ বছর বয়সী অলরাউন্ডার কলিন অ্যাকারম্যানও দলে ফিরেছেন। তিনি সর্বশেষ ২০২৪ সালের নভেম্বরে টি-টোয়েন্টি খেলেছিলেন। ২০২৫ ভাইটালিটি ব্লাস্টে ডারহামের হয়ে ১৪ ম্যাচে তিনি ৩০৪ রান করেন।

৩৪ বছর বয়সী টিম ভ্যান ডার গুগটেনও দলে জায়গা পেয়েছেন। তিনি ২০২৪ সালের পর প্রথমবার টি-টোয়েন্টি দলে ফিরলেন। ব্লাস্টে তিনি ১০ ম্যাচে ছয় উইকেট নেন।

মিডিয়াম ফাস্ট বোলার লোগান ভ্যান বেকও ফিরেছেন। তিনি সর্বশেষ ২০২৪ সালের জুলাইয়ে খেলেছিলেন। এরপর নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশে ওয়েলিংটনের হয়ে সাত ম্যাচে পাঁচ উইকেট নেন।

কাইল ক্লেইন ও নোয়া ক্রোস এই দলে আছেন। তবে তারা এখনো টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো ম্যাচ খেলেননি। নোয়া ক্রোস এডওয়ার্ডসের ব্যাকআপ উইকেটকিপার।

এই দলে নেই তেজা নিডামানুরু, টিম প্রিঙ্গল ও বিক্রমজিৎ সিং। তারা সবাই বাংলাদেশ সিরিজে ছিলেন। একই সঙ্গে বাদ পড়েছেন সেড্রিক ডি লাঙ্গে, সিকান্দার জুলফিকার, সেবাস্তিয়ান ব্রাট, ড্যানিয়েল ডোরাম, শরিজ আহমেদ ও রায়ান ক্লেইন।

দলের প্রধান কোচ রায়ান কুক। সহকারী কোচ হিসেবে আছেন রায়ান ভ্যান নিইকার্ক ও হেইনো কুন।

বিশ্বকাপে গ্রুপ ‘এ’-তে খেলবে নেদারল্যান্ডস। তাদের প্রতিপক্ষ পাকিস্তান, নামিবিয়া, যুক্তরাষ্ট্র ও ভারত। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ ৭ ফেব্রুয়ারি কলম্বোতে। নামিবিয়ার বিপক্ষে ১০ ফেব্রুয়ারি দিল্লিতে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১৩ ফেব্রুয়ারি চেন্নাইয়ে। ভারতের বিপক্ষে ম্যাচ ১৮ ফেব্রুয়ারি আহমেদাবাদে।

নেদারল্যান্ডস দল–
স্কট এডওয়ার্ডস, নোয়া ক্রোস, ম্যাক্স ও’ডাউড, সাকিব জুলফিকার, আরিয়ান দত্ত, কাইল ক্লেইন, পল ভ্যান মিকারেন, ফ্রেড ক্লাসেন, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিডে, মাইকেল লেভিট, জ্যাক লায়ন-ক্যাশে, লোগান ভ্যান বেক, রোলোফ ভ্যান ডার মার্ভে ও টিম ভ্যান ডার গুগটেন।

শ্রেষ্ঠ ক্যাডেট এস এ আল মোমেন, আবারও শ্রেষ্ঠ গ্রুপ কক্সবাজার সরকারি কলেজ

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ১০:৫৫ অপরাহ্ণ
শ্রেষ্ঠ ক্যাডেট এস এ আল মোমেন, আবারও শ্রেষ্ঠ গ্রুপ কক্সবাজার সরকারি কলেজ
শেয়ার করুন

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে কক্সবাজার জেলা ও সদর উপজেলা পর্যায়ে বিএনসিসি শ্রেষ্ঠ ক্যাডেট পদবী অর্জন করেছেন কক্সবাজার সরকারি কলেজ বিএনসিসি নৌ শাখার প্লাটুন ইনচার্জ ক্যাডেট আন্ডার অফিসার এস এ আল মোমেন।

একই সঙ্গে টানা ৮ম বারের মতো শ্রেষ্ঠ বিএনসিসি গ্রুপ হিসেবে নির্বাচিত হয়েছে কক্সবাজার সরকারি কলেজ বিএনসিসি নৌ শাখা। শিক্ষা, শৃঙ্খলা, নেতৃত্ব ও বিভিন্ন সামাজিক ও রাষ্ট্রীয় কার্যক্রমে ধারাবাহিক সাফল্য ও সক্রিয় অংশগ্রহণের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা প্রদান করা হয়।

কক্সবাজার সরকারি কলেজ কর্তৃপক্ষ জানান, ক্যাডেট এস এ আল মোমেনের নিষ্ঠা, নেতৃত্বগুণ ও দায়িত্বশীল ভূমিকা অন্যান্য ক্যাডেটদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। একই সঙ্গে নৌ শাখার ধারাবাহিক সাফল্য কলেজের সুনাম বৃদ্ধি করেছে।

এই অর্জনে কলেজ প্রশাসন, বিএনসিসি সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।