খুঁজুন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১ মাঘ, ১৪৩২

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে ক্লাস-পরীক্ষা স্থগিত

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ২:৩৪ অপরাহ্ণ
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে ক্লাস-পরীক্ষা স্থগিত
শেয়ার করুন

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সব ধরনের ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে।

 

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক শোক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন হিসেবে দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত।

 

অ্যাকাডেমিক ও প্রশাসনিক সভা স্থগিত থাকবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্তভাবে কালো ব্যাজ ধারণের নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

 

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতা কক্সবাজার থেকে গ্রেফতার

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ২:৫৮ পূর্বাহ্ণ
নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতা কক্সবাজার থেকে গ্রেফতার
শেয়ার করুন

কক্সবাজারের মহেশখালী থেকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও কটিয়াদী উপজেলার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পাঁচ শীর্ষ নেতাকে গ্রেফতার করেছে র‌্যাব।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ তুহিন, কটিয়াদী উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সম্রাট আলমগীর, সাধারণ সম্পাদক রনি খান, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রাকিব এবং ছাত্রলীগ নেতা সামাদ উল্লাহ।

কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, এ বিষয়ে এখনো থানায় কোনো আনুষ্ঠানিক বার্তা পৌঁছায়নি।

সাকিবকে নিয়ে নেদারল্যান্ডসের বিশ্বকাপ দল ঘোষণা

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১:১৯ পূর্বাহ্ণ
সাকিবকে নিয়ে নেদারল্যান্ডসের বিশ্বকাপ দল ঘোষণা
শেয়ার করুন

 

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস। সেই দলের নেতৃত্ব দেবেন স্কট এডওয়ার্ডস। বাংলাদেশ সফরের পর এটি নেদারল্যান্ডসের প্রথম টি-টোয়েন্টি দল। আগের স্কোয়াডের সঙ্গে এই দলে অনেক পরিবর্তন এসেছে।

দলে ফিরেছেন সাকিব জুলফিকার। গেল বছরের জুলাইয়ের পর থেকে আর কোনো আন্তর্জাতিক ম্যাচেই খেলেননি তিনি। যার ফলে তার দলে ফেরাটা খানিকটা চমকই উপহার দিয়েছে।

এদিকে রোলোফ ভ্যান ডার মার্ভে, বাস ডি লিডে, মাইকেল লেভিট ও জ্যাক লায়ন-ক্যাশে। তারা সর্বশেষ খেলেছিলেন ইউরোপ অঞ্চল ফাইনালে। ওই টুর্নামেন্টের পর নেদারল্যান্ডস বাংলাদেশ সফরে গিয়েছিল।

৩৪ বছর বয়সী অলরাউন্ডার কলিন অ্যাকারম্যানও দলে ফিরেছেন। তিনি সর্বশেষ ২০২৪ সালের নভেম্বরে টি-টোয়েন্টি খেলেছিলেন। ২০২৫ ভাইটালিটি ব্লাস্টে ডারহামের হয়ে ১৪ ম্যাচে তিনি ৩০৪ রান করেন।

৩৪ বছর বয়সী টিম ভ্যান ডার গুগটেনও দলে জায়গা পেয়েছেন। তিনি ২০২৪ সালের পর প্রথমবার টি-টোয়েন্টি দলে ফিরলেন। ব্লাস্টে তিনি ১০ ম্যাচে ছয় উইকেট নেন।

মিডিয়াম ফাস্ট বোলার লোগান ভ্যান বেকও ফিরেছেন। তিনি সর্বশেষ ২০২৪ সালের জুলাইয়ে খেলেছিলেন। এরপর নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশে ওয়েলিংটনের হয়ে সাত ম্যাচে পাঁচ উইকেট নেন।

কাইল ক্লেইন ও নোয়া ক্রোস এই দলে আছেন। তবে তারা এখনো টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো ম্যাচ খেলেননি। নোয়া ক্রোস এডওয়ার্ডসের ব্যাকআপ উইকেটকিপার।

এই দলে নেই তেজা নিডামানুরু, টিম প্রিঙ্গল ও বিক্রমজিৎ সিং। তারা সবাই বাংলাদেশ সিরিজে ছিলেন। একই সঙ্গে বাদ পড়েছেন সেড্রিক ডি লাঙ্গে, সিকান্দার জুলফিকার, সেবাস্তিয়ান ব্রাট, ড্যানিয়েল ডোরাম, শরিজ আহমেদ ও রায়ান ক্লেইন।

দলের প্রধান কোচ রায়ান কুক। সহকারী কোচ হিসেবে আছেন রায়ান ভ্যান নিইকার্ক ও হেইনো কুন।

বিশ্বকাপে গ্রুপ ‘এ’-তে খেলবে নেদারল্যান্ডস। তাদের প্রতিপক্ষ পাকিস্তান, নামিবিয়া, যুক্তরাষ্ট্র ও ভারত। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ ৭ ফেব্রুয়ারি কলম্বোতে। নামিবিয়ার বিপক্ষে ১০ ফেব্রুয়ারি দিল্লিতে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১৩ ফেব্রুয়ারি চেন্নাইয়ে। ভারতের বিপক্ষে ম্যাচ ১৮ ফেব্রুয়ারি আহমেদাবাদে।

নেদারল্যান্ডস দল–
স্কট এডওয়ার্ডস, নোয়া ক্রোস, ম্যাক্স ও’ডাউড, সাকিব জুলফিকার, আরিয়ান দত্ত, কাইল ক্লেইন, পল ভ্যান মিকারেন, ফ্রেড ক্লাসেন, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিডে, মাইকেল লেভিট, জ্যাক লায়ন-ক্যাশে, লোগান ভ্যান বেক, রোলোফ ভ্যান ডার মার্ভে ও টিম ভ্যান ডার গুগটেন।

শ্রেষ্ঠ ক্যাডেট এস এ আল মোমেন, আবারও শ্রেষ্ঠ গ্রুপ কক্সবাজার সরকারি কলেজ

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ১০:৫৫ অপরাহ্ণ
শ্রেষ্ঠ ক্যাডেট এস এ আল মোমেন, আবারও শ্রেষ্ঠ গ্রুপ কক্সবাজার সরকারি কলেজ
শেয়ার করুন

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে কক্সবাজার জেলা ও সদর উপজেলা পর্যায়ে বিএনসিসি শ্রেষ্ঠ ক্যাডেট পদবী অর্জন করেছেন কক্সবাজার সরকারি কলেজ বিএনসিসি নৌ শাখার প্লাটুন ইনচার্জ ক্যাডেট আন্ডার অফিসার এস এ আল মোমেন।

একই সঙ্গে টানা ৮ম বারের মতো শ্রেষ্ঠ বিএনসিসি গ্রুপ হিসেবে নির্বাচিত হয়েছে কক্সবাজার সরকারি কলেজ বিএনসিসি নৌ শাখা। শিক্ষা, শৃঙ্খলা, নেতৃত্ব ও বিভিন্ন সামাজিক ও রাষ্ট্রীয় কার্যক্রমে ধারাবাহিক সাফল্য ও সক্রিয় অংশগ্রহণের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা প্রদান করা হয়।

কক্সবাজার সরকারি কলেজ কর্তৃপক্ষ জানান, ক্যাডেট এস এ আল মোমেনের নিষ্ঠা, নেতৃত্বগুণ ও দায়িত্বশীল ভূমিকা অন্যান্য ক্যাডেটদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। একই সঙ্গে নৌ শাখার ধারাবাহিক সাফল্য কলেজের সুনাম বৃদ্ধি করেছে।

এই অর্জনে কলেজ প্রশাসন, বিএনসিসি সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।