১৯ দিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে গুলিবিদ্ধ যুবদল নেতা ফারুকের মৃত্যু
কক্সবাজার শহর যুবদলের আওতাধীন বাসটার্মিনাল যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফারুক (৩৫) সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে দীর্ঘ ১৯ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে মৃত্যুবরণ করেছেন।
আজ ভোরে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
এর আগে, গত ৯ ডিসেম্বর রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটের দিকে কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের উত্তরণ হাউজিং সোসাইটির সামনে প্রধান সড়কের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুইটি মোটরসাইকেলে করে আসা একই এলাকার কয়েকজন সন্ত্রাসী অতর্কিতভাবে গুলি চালায়।
হামলায় গুলিবিদ্ধ হন, মোহাম্মদ ফারুক (৩৫) এবং সাইফুল ইসলাম (৩২)।
গুলিবর্ষণের পরপরই হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে দুজনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রামে স্থানান্তর করা হয়।
ফারুককে চট্টগ্রামের বেসরকারি এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘদিন আইসিইউসহ নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন থাকার পর ভোররাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ফারুকের মৃত্যুতে কক্সবাজার শহর যুবদলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই হত্যাকাণ্ডের দ্রুত ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি জড়িত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন