বগিতে ডিম বিক্রিতে নিষেধ করার জের চকরিয়ায় যাত্রীবাহি চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, ভেঙে গেছে সাইড গ্লাস
কক্সবাজারের চকরিয়া থেকে চট্টগ্রামগামী সৈকত এক্সপ্রেস নামের যাত্রীবাহি একটি ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। শনিবার রাত ১১টার দিকে চকরিয়া উপজেলার সাহারবিল রেলওয়ে স্টেশনে যাত্রীকে লক্ষ্য করে ছুঁড়ে মারা পাথরে ভেঙে গেছে ট্রেনের জানালার কাচ।
সাহারবিল রেলস্টেশন সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে ছেড়ে আসা সৈকত এক্সপ্রেস ট্রেনটি শনিবার রাত পৌনে ১১টার দিকে চকরিয়ার সাহারবিল রেলস্টেশনে পৌঁছায়। এ সময় একজন ভাসমান ডিম বিক্রেতা ট্রেনে ডিম বিক্রি করতে উঠে। এরইমধ্যে একজন যাত্রী ওই বগিতে ডিম বিক্রেতাকে যেতে নিষেধ করেন। এতে ডিম বিক্রেতার সঙ্গে ওই যাত্রীর কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে ট্রেনের অন্য যাত্রীরা এগিয়ে এলে ডিম বিক্রেতা চলে যান। এরপর ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে রওনা দিলে ডিম বিক্রেতা বগিতে বসে থাকা ওই যাত্রীকে লক্ষ্য করে পাথর ছুড়ে মারেন। পাথরটি ট্রেনের খাবারের কোচের জানালায় লাগলে কাচ ভেঙে যায়। এতে খাবারের কোচের একজন সহকারী সামান্য আহত হন।
চকরিয়া সাহারবিলস্থ রেলস্টেশনের ইনচার্জ মো. ফরহাদ বিন জাফর চৌধুরী বলেন, সৈকত এক্সপ্রেস চকরিয়া স্টেশনে পৌঁছানোর পর এক যাত্রী ডিম বিক্রেতাকে বগিতে যেতে বারণ করেন। এতে তিনি ক্ষিপ্ত হয়ে যাত্রীর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এরপর ট্রেনটি ছেড়ে যাওয়ার সময় ওই ডিম বিক্রেতা বগিতে পাথর ছুড়ে মারেন, সেটি লেগে খাবারের কোচের জানালার কাচ ভেঙে যায়।
এই ঘটনার পর স্টেশনের সিসিটিভি ক্যামেরায় দেখে পাথর নিক্ষেপকারী ওই ডিম বিক্রেতাকে শনাক্ত করা হয়। তাঁর নাম মনসুর আলম। তাঁর বাড়ি চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের আব্দুল জব্বার সিকদারপাড়া গ্রামে।
পাথর নিক্ষেপের এ ঘটনাটি তাৎক্ষণিক রেল প্রশাসন ও রেল পুলিশকে জানানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন