বিমানে ঢাকা থেকে ফিরে মনোনয়নপত্র জমা দিলেন সালাহউদ্দিন আহমেদ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে কক্সবাজার -১ (চকরিয়া পেকুয়া) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ তাঁর মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে সালাহউদ্দিন আহমেদের প্রেস সচিব সাংবাদিক ছফওনয়ানুল করিম বলেন, রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ২টায় ঢাকা থেকে বিমানযোগে সালাহউদ্দিন আহমেদ কক্সবাজার বিমানবন্দরে অবতরন করেন। সড়ক পথে তিনি চকরিয়ায় আসেন। পরে তিনি বিকাল চারটায় চকরিয়া ও পেকুয়া উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে চকরিয়া উপজেলা পরিষদে উপস্থিত হয়ে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারি রিটানিং কর্মকর্তা শাহীন দেলোয়ার এর কাছে মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপি সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, চকরিয়া উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক, জেলা বিএনপি সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী (খোকন মিয়া), মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপি সভাপতি জামিল ইব্রাহীম চৌধুরী,পেকুয়া উপজেলা বিএনপি সভাপতি বাহাদুর শাহ, চকরিয়া পৌরসভা বিএনপি সভাপতি নুরুল ইসলাম হায়দার, চকরিয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম মোবারক আলী, পেকুয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, চকরিয়া পৌরসভা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুর রহিম, চকরিয়া পৌরসভা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল কবির চৌধুরী, মাতামুহুরি (সাংগঠনিক) উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপু প্রমুখ। এছাড়াও সেখানে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তবে মনোনয়নপত্র জমা দেওয়ার আগে ও পরে সালাহউদ্দিন আহমেদ দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে সঙ্গে কোনো কথা বলেননি। সাংবাদিকদেরও কোনো প্রতিক্রিয়া দেননি।
চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহফুজুল ইসলাম বলেন, কক্সবাজার-১ আসনটি চকরিয়া ও পেকুয়া উপজেলা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার রয়েছেন ৫,৩৩,০৯৫ জন। তৎমধ্যে চকরিয়া উপজেলায় ৩,৮৬,৪৯৬ জন ও পেকুয়া উপজেলায় ১,৪৬,৫৯৯ জন।
জানা গেছে, কক্সবাজার-২ আসন থেকে ইতোপূর্বে সালাহউদ্দিন আহমেদ তিনবার ও তাঁর সহধর্মিণী হাসিনা আহমদ একবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশন এএমএম নাসিরউদ্দিন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী ২০২৬ সালেে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তফসিল মতে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৯ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে১০ ফেব্রুয়ারি পর্যন্ত।

আপনার মতামত লিখুন