কমলের মাইম্যান খ্যাত আওয়ামী লীগ নেতা রনি গ্রেপ্তার
কক্সবাজার শহরের আইবিপি মাঠ এলাকা থেকে ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রতিরোধ পাল রনিকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বাধা সৃষ্টি ও গুলিবর্ষণের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া চব্বিশের জুলাই আন্দোলন চলাকালে বিআরবি ক্যাবল এলাকায় এক এবং গুনগাছতলায় দুই যুবক নিহত হওয়ার ঘটনায় দায়ের হওয়া দুটি মামলায়ও তার নাম রয়েছে।
ওই দুটি মামলার নম্বর হলো—জি আর মামলা নং ৪৯৬/২৪ (সদর) ও জি আর মামলা নং ৫১২/২৪ (সদর)। বুধবার সকালে তাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার প্রতিরোধ পাল রনির বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন