যৌতুক নিরোধ মামলায় রামুর মাহিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যৌতুক নিরোধ মামলায় রামু উপজেলার ফতেখারকুল অফিসের চর লামারপাড়ার মেরাজ আহমদ মাহিন চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বুধবার (৫ নভেম্বর) কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-০২ এর ম্যাজিস্ট্রেট এসএম গিয়াস উদ্দিন এই পরোয়ানা জারি করেন।
আদালতের নথি সূত্রে জানা গেছে, সিআর মামলা নং ৭৬২/২০২৫ (রামু)–এর প্রেক্ষিতে বাংলাদেশ ফরম নং ৩৯০৫ এবং হাইকোর্ট ক্রিমিনাল প্রসেস ফরম নং ১২ অনুযায়ী যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় এ পরোয়ানা জারি করা হয়। পরোয়ানায় কক্সবাজার জেলা পুলিশ সুপারের মাধ্যমে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে আসামি মেরাজ আহমদ মাহিন চৌধুরীকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার আদেশ দেওয়া হয়েছে।
গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মেরাজ আহমদ মাহিন চৌধুরী রামু উপজেলার ফতেখারকুল ইউনিয়নের অফিসের চর লামারপাড়ার বাসিন্দা এবং রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মৃত আহমেদুল হক চৌধুরীর ছেলে।

আপনার মতামত লিখুন