গণসংযোগের সময় দুর্বৃত্তের হামলায় গুলিবিদ্ধ চট্টগ্রাম- ৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদ
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের ঘোষিত প্রার্থী এরশাদ উল্লাহ গণসংযোগের সময় দুর্বৃত্তদের হামলায় গুলিবিদ্ধ হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ৫ নভেম্বর) বিকেলে নগরীর বায়েজিদে হামজারবাগ এলাকায় এ ঘটনা ঘটে। আহত এরশাদ উল্ল্যাহকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।
বায়েজিদ বোস্তামী থানার ওসি জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এরশাদ উল্লাহ বর্তমানে শহরের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে গত সোমবার (৩ নভেম্বর) রেখে ২৩৭টি আসনে দলের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
এদিন গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিন চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী এরশাদ উল্লাহর নাম ঘোষণা দেয়া হয়।
এরশাদ উল্ল্যাহ ছাড়াও চট্টগ্রামের অন্যান্য আসনের মধ্যে চট্টগ্রাম-১ : নুরুল আমিন চেয়ারম্যান; চট্টগ্রাম-২: সরোয়ার আলমগীর; চট্টগ্রাম-৩: পরে ঘোষণা; চট্টগ্রাম-৪: কাজী সালাউদ্দিন; চট্টগ্রাম-৫: মীর হেলাল উদ্দিন; চট্টগ্রাম-৬: পরে ঘোষণা; চট্টগ্রাম-৭: হুম্মাম কাদের চৌধুরী; চট্টগ্রাম-৯: পরে ঘোষণা; চট্টগ্রাম-১০: আমীর খসরু মাহমুদ চৌধুরী; চট্টগ্রাম-১১: পরে ঘোষণা; চট্টগ্রাম-১২: এনামুল হক; চট্টগ্রাম-১৩: সরওয়ার জামাল নিজাম; চট্টগ্রাম-১৪: পরে ঘোষণা; চট্টগ্রাম-১৫: পরে ঘোষণা; চট্টগ্রাম-১৬: মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাকে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি।

আপনার মতামত লিখুন