কুতুবদিয়া সরকারি কলেজে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম ২০২৫ অনুষ্ঠিত
একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ ও ভবিষ্যৎ দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে “নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম ২০২৫” আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুতুবদিয়া সরকারি কলেজ শাখা।
শনিবার (তারিখ উল্লেখযোগ্য) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জনাব এএইচএম হামিদুর রহমান আযাদ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নবনির্বাচিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম মহানগরী দক্ষিণ ছাত্রশিবির সভাপতি মু. ইব্রাহিম হোসেন রনি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কক্সবাজার জেলা সভাপতি আব্দুর রহিম নূরী।
বক্তারা বলেন, তরুণ প্রজন্মই জাতির চালিকাশক্তি। সঠিক দিকনির্দেশনা, নৈতিকতা ও ক্যারিয়ার পরিকল্পনা ছাড়া শিক্ষার সার্থকতা অর্জন সম্ভব নয়। তারা নবীন শিক্ষার্থীদের আদর্শ চরিত্র গঠনে মনোযোগী হতে এবং ইতিবাচক পরিবর্তনের অগ্রদূত হিসেবে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে কুতুবদিয়া সরকারি কলেজ শাখার সভাপতি, সেক্রেটারি ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, প্রতিবছরের মতো এবারও নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে ক্যারিয়ার উন্নয়ন ও নৈতিক মূল্যবোধভিত্তিক জীবনের ওপর আলোচনা করা হয়।

আপনার মতামত লিখুন