উখিয়ায় আলোচিত গিয়াস উদ্দিন তাহেরি
কক্সবাজারের উখিয়ার সোনারপাড়ায় অনুষ্ঠিত হলো এক বিশাল ধর্মীয় মাহফিল। আজ (৬ নভেম্বর) বাদে যোহর স্থানীয় ঈদগাহ মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেশের আলোচিত ইসলামি বক্তা মাওলানা গিয়াস উদ্দিন তাহেরি।
মাহফিলে সকাল থেকেই আশপাশের এলাকা থেকে দলে দলে মানুষ সমবেত হতে থাকেন। দুপুরের পর পুরো মাঠে উপচে পড়ে ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতি। তাহেরির বক্তব্য শোনার আগ্রহে দূর-দূরান্ত থেকে আসেন বহু নারী-পুরুষ ও যুব সমাজের মানুষ।
এ সময় তিনি সমাজে চলমান অন্যায়, মাদক, দুর্নীতি ও নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে সচেতন হওয়ারও আহ্বান জানান। মাহফিল ঘিরে সোনারপাড়ায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
এর আগে গতকাল সোমবার কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছড়ায়ও মাহফিলে আলোচনা করেন গিয়াস উদ্দিন তাহেরি। পরপর দুটি মাহফিলে তার উপস্থিতিতে এলাকায় ধর্মীয় উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়।

আপনার মতামত লিখুন