সাংবাদিককে মেরে ফেলার হুমকি দিলেন ঘুমধুম সীমান্তের শীর্ষ চোরাকারবারি জহির
ঘুমধুম সীমান্তের কথিত শীর্ষ চোরাকারবারি জহির আহমেদের বিরুদ্ধে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আতঙ্কে রয়েছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠেছে।
স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে দৈনিক আজকের কক্সবাজার বার্তা–র প্রতিবেদক মাহমুদুল হাসানের ঘুমধুম ইউনিয়নের বসতবাড়িতে গিয়ে তাকে হত্যার হুমকি দেন জহির আহমেদ। তুমব্রু বাজারপাড়ার মৃত শফিকুর রহমানের পুত্র জহির ওই সময় হাসানের স্বজনদের সামনেই অকথ্য ভাষায় গালিগালাজ করে বলেন, “২১ সেপ্টেম্বর (রবিবার) এর মধ্যে হাসানকে দুনিয়া থেকে বিদায় করে দেব।”
হুমকির ঘটনার পর হাসান ও তার পরিবার চরম আতঙ্কে রয়েছেন বলে জানা গেছে। স্থানীয়রা জানান, সীমান্ত এলাকায় চোরাই পণ্য, গরু ও মাদক পাচার চক্রের সঙ্গে দীর্ঘদিন ধরে জহিরের সখ্যতা রয়েছে। সাম্প্রতিক সময়ে এ সংক্রান্ত সংবাদ সংগ্রহ করছিলেন হাসান। ধারণা করা হচ্ছে, ওই খবর ফাঁস হয়ে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে সাংবাদিককে ভয় দেখানোর চেষ্টা করেছে জহির।
এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত ও প্রশাসনের হস্তক্ষেপ দাবিতে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। অনেক সাংবাদিক, নাগরিক সংগঠন এবং সচেতন মহল দ্রুত দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
ঘুমধুম ইউনিয়নের এক জনপ্রতিনিধি জানান, বিষয়টি ইতোমধ্যে স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে। সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত এবং ঘটনার তদন্তে আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ নেওয়া জরুরি বলে তিনি মনে করেন।
এ বিষয়ে জানতে ঘুমধুম বিজিবি ক্যাম্প ও থানার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তারা জানান, প্রকাশ্যে তো দুরের কথা গোপনেও যদি এরকম নাশকতা ও সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত পাওয়া যায় সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন