খুঁজুন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১ মাঘ, ১৪৩২

নিজের রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ২:৩৫ অপরাহ্ণ
নিজের রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা
শেয়ার করুন

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সীমান্তে নিজের রাইফেলের গুলিতে এক বিজিবি সদস্য আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত (১ জানুয়ারি) রাত আনুমানিক দেড়টার দিকে। নিহত বিজিবি সদস্য লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন গংগারহাট বিওপি ক্যাম্পে দায়িত্বরত ছিলেন। নিহত বিজিবি সদস্যে হলেন- মো. নাসিম উদ্দিন (২৩)। তিনি ঝিনাইদহ সদর উপজেলার খাজুরা গ্রামের বাবুল মণ্ডলের ছেলে।

 

পুলিশ সূত্রে জানা যায়, রাত দেড়টার দিকে সীমান্তে টহলে যাওয়ার উদ্দেশ্যে ইউনিফর্ম পড়ে নিজ অস্ত্র বুঝে নেন বিজিবি সৈনিক নাসিম উদ্দিন।

 

এক পর্যায়ে ব্যারাকের পূর্বপাশে ক্যাম্পের বাউন্ডারির ভিতর গিয়ে নিজের বুকে নিজেই গুলি করেন তিনি। গুলির শব্দে সহকর্মীরা দৌড়ে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে ব্যারাকের বারান্দায় নিয়ে আসেন। সেখান থেকে দ্রুত তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ মরদেহ উদ্ধার করে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করে।

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে:আলী রীয়াজ

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১২:১৫ অপরাহ্ণ
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে:আলী রীয়াজ
শেয়ার করুন

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা এক নতুন, বৈষম্যহীন বাংলাদেশ পাবেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে রংপুরের আবু সাঈদ স্টেডিয়ামে আয়োজিত বিভাগীয় ইমাম সম্মেলনে তিনি ভোটারদের উদ্দেশে বলেন, দেশের ভবিষ্যত গড়তে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট অপরিহার্য। তিনি আরও বলেন, “এই ভোটই নির্ধারণ করবে, আগামী দিনে তরুণদের হাতে কেমন বাংলাদেশ তুলে দেওয়া হবে। হ্যাঁ ভোট দিলে একটি নতুন, স্বচ্ছ ও বৈষম্যহীন সমাজ গড়ে উঠবে।”

অধ্যাপক আলী রীয়াজ জানিয়ে দেন, জুলাই সনদ শুধু আইন নয়; এটি লেখা হয়েছে জুলাই আন্দোলনে শহীদদের রক্তের স্মৃতিতে। এই সনদ বাস্তবায়নের জন্য জনগণকে গণভোটে হ্যাঁ বলতেই হবে।

তিনি গণভোটকে রাজনৈতিক ক্ষমতার সঙ্গে যুক্ত না করে বোঝান, “গণভোটে কোনো ব্যক্তিকে ভোট দেওয়া হচ্ছে না। যদি জনগণ হ্যাঁ বলে, তাহলে কোনো রাজনৈতিক দলেরই ক্ষমতা থাকবে না সংস্কার আটকে রাখার। দীর্ঘ ১৬ বছর ধরে জনগণের অর্থ লুটপাট হয়েছে। হ্যাঁ ভোট দিলে এই লুটপাট ও দুর্নীতি অনেকাংশে বন্ধ হবে।”

ভবিষ্যতের জন্য সতর্কতা জারি করে আলী রীয়াজ বলেন, “বাংলাদেশে পুনরায় কোনো ফ্যাসিবাদ তৈরি যাতে না হয়, সেজন্য আমাদের সজাগ থাকা প্রয়োজন। গণভোট সেই সজাগ থাকার অন্যতম হাতিয়ার।”

এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি ও সুশীল সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

বিকেলে প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বেঠক

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ণ
বিকেলে প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বেঠক
শেয়ার করুন

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

 

বিস্তারিত আসছে…

‘চাঁদাবাজ ডটকম’ ওয়েবসাইট চালু করার ঘোষণা দিলেন এনসিপি নেতা নাসিরউদ্দীন

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ণ
‘চাঁদাবাজ ডটকম’ ওয়েবসাইট চালু করার ঘোষণা দিলেন এনসিপি নেতা নাসিরউদ্দীন
শেয়ার করুন

দুর্নীতি ও চাঁদাবাজি রোধে ‘চাঁদাবাজ ডটকম’ (chandabaj.com) নামে একটি বিশেষ ওয়েবসাইট এবং জাতীয় হটলাইন চালু করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটোয়ারী।

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। সম্প্রতি নির্বাচনী প্রচারণাকালে তার দেওয়া এই সংক্রান্ত একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

 

ভাইরাল হওয়া ভিডিওতে নাসিরউদ্দীন পাটোয়ারীকে বলতে শোনা যায়, ‘‘আমরা ‘চাঁদাবাজ ডটকম’ নামে একটি ওয়েবসাইট চালু করব। এর মাধ্যমে বিভিন্ন জায়গায় যারা চাঁদাবাজি ও দুর্নীতি করে, তাদের বিরুদ্ধে ডকুমেন্টস বা এভিডেন্স (প্রমাণ) দিয়ে আপনারা ইনপুট দিতে পারবেন। যারা তথ্য দেবেন, তাদের নাম-পরিচয় আমরা সম্পূর্ণ গোপন রাখব।”

 

তিনি আরও জানান, ‘অতি শীঘ্রই জাতীয় হটলাইন এবং এই ওয়েবসাইটটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।’

 

সংগৃহীত প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘আমরা একগাদা প্রমাণ নিয়ে ওদের (চাঁদাবাজদের) মুখের ওপর গিয়ে বলব—এই হলো প্রমাণ, আপনি এখন রাজনীতি ছেড়ে দেন।’