ব্যাডমিন্টন খেলা শেষে বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর
রাজবাড়ীর পাংশায় ব্যাডমিন্টন খেলা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারী) রাত ১০ টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা পৌর শহরের কুরাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পাংশা পৌর শহরের ৫নং ওয়ার্ডের কুড়াপাড়া গ্রামের মো. সাইদুলের ছেলের সজীব (১৭) ও একই ইব্রাহিমের ছেলে মিরাজ (১৬)।
পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে ব্যাডমিন্টন খেলা শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন সজীব ও মিরাজ। এ সময় রাজরাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় দ্রুত গতির একটি ট্রাক তাদেরকে চাপা দিয়ে চলে যায়।
এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অপরজনকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। দুর্ঘটনায় জড়িত অজ্ঞাত গাড়িটি শনাক্ত ও আটক করতে পুলিশ তৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

আপনার মতামত লিখুন