"মেহেজাবিন পুতুলের কবিতাগুচ্ছ"
কাশফুলের গান
শরতের রোদে দোলে কাশ,
সাদা তুলোর মতো তার প্রকাশ।
নদীর পাড়ে, মাঠের কোণে,
হাওয়া এলে গুনগুন সুর তোলে।
নীল আকাশে মেঘের খেলা,
কাশফুল যেন হাসে একেলা।
দূর থেকে মনে হয় ঢেউ,
প্রকৃতির বুকে শান্তি ঢেলে দেয়।
গ্রামবাংলার স্নিগ্ধ সাজ,
কাশফুল তারে করে আজ।
পথিক যখন থামে হেসে,
শুভ্রতায় মেশে হৃদয় শেষে।
যেন সাদা স্বপ্নের দোল,
কাশবনে মেলে মুক্তি-খেয়াল।
প্রকৃতির এই নীরব আহ্বান,
চিরকাল গেয়ে যাবে কাশফুলের গান।
ছন্দময় কবিতা
_ _ _ _
চাঁদের আলো নরম স্নিগ্ধ,
রাতের বুকে দেয় যে দিগ্বিদ।
নীল আকাশে রুপালি হাসি,
চাঁদ যেন আঁকে মায়ার আঁচি।
নদীর জলে ঝিকিমিকি,
চাঁদ লুকায় খেলার দিকি।
শান্ত রাতের সাথী প্রিয়,
চাঁদ যেন স্বপ্নের বীজ বুনিয়ো।

আপনার মতামত লিখুন