খুঁজুন
শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ২২ কার্তিক, ১৪৩২

"মেহেজাবিন পুতুলের কবিতাগুচ্ছ"

কাশফুলের গান

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২৪ অপরাহ্ণ
কাশফুলের গান
শেয়ার করুন

শরতের রোদে দোলে কাশ,

সাদা তুলোর মতো তার প্রকাশ।
নদীর পাড়ে, মাঠের কোণে,
হাওয়া এলে গুনগুন সুর তোলে।

নীল আকাশে মেঘের খেলা,
কাশফুল যেন হাসে একেলা।
দূর থেকে মনে হয় ঢেউ,
প্রকৃতির বুকে শান্তি ঢেলে দেয়।

গ্রামবাংলার স্নিগ্ধ সাজ,
কাশফুল তারে করে আজ।
পথিক যখন থামে হেসে,
শুভ্রতায় মেশে হৃদয় শেষে।

যেন সাদা স্বপ্নের দোল,
কাশবনে মেলে মুক্তি-খেয়াল।
প্রকৃতির এই নীরব আহ্বান,
চিরকাল গেয়ে যাবে কাশফুলের গান।

ছন্দময় কবিতা
_ _ _ _

চাঁদের আলো নরম স্নিগ্ধ,
রাতের বুকে দেয় যে দিগ্বিদ।

নীল আকাশে রুপালি হাসি,
চাঁদ যেন আঁকে মায়ার আঁচি।

নদীর জলে ঝিকিমিকি,
চাঁদ লুকায় খেলার দিকি।

শান্ত রাতের সাথী প্রিয়,
চাঁদ যেন স্বপ্নের বীজ বুনিয়ো।

গণঅভ্যুত্থানের সংগঠক আব্দুল আজিজ এনসিপি থেকে পদত্যাগ করলেন

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ১১:৩৭ অপরাহ্ণ
গণঅভ্যুত্থানের সংগঠক আব্দুল আজিজ এনসিপি থেকে পদত্যাগ করলেন
শেয়ার করুন

২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সক্রিয়ভাবে রাজপথে থাকা এবং পরবর্তীতে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টিতে (এনসিপি) একজন সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা আব্দুল আজিজ তার রাজনৈতিক পদ থেকে সরে দাঁড়িয়েছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি সম্প্রতি এনসিপি থেকে পদত্যাগ করেছেন বলে নিশ্চিত করেছেন।

 

জানা যায়, গত বছরের ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক পটপরিবর্তনে আব্দুল আজিজ একজন সক্রিয় সংগঠক হিসেবে পরিচিতি লাভ করেন এবং এনসিপি’র সাংগঠনিক কার্যক্রমে যুক্ত হন।

 

পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে আব্দুল আজিজ বলেন, “আমি আব্দুল আজিজ, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার সাথে সার্বক্ষণিক রাজপথে ছিলাম এবং পরবর্তীতে এনসিপিতে একজন সংগঠক হিসেবে ভূমিকা পালন করেছি। বর্তমানে ব্যক্তিগত কারণে আমি এনসিপি থেকে পদত্যাগ করলাম।” একইসঙ্গে তিনি তার শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের জন্য শুভকামনা ও দোয়া প্রকাশ করেন।

 

তার এই হঠাৎ পদত্যাগের কারণ রাজনৈতিক অঙ্গনে তাৎক্ষণিক কোনো প্রভাব ফেলবে কিনা, তা নিয়ে আলোচনা চলছে। তবে আজিজ তার বিবৃতিতে কেবল ব্যক্তিগত কারণকেই প্রধান্য দিয়েছেন।

চট্টগ্রামে ২৪ ঘন্টা না পেরাতে আবারও গুলি

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৫:১১ অপরাহ্ণ
চট্টগ্রামে ২৪ ঘন্টা না পেরাতে আবারও গুলি
শেয়ার করুন

নগরের বায়েজিদ থানাধীন কুয়াইশ চালিতাতলী এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তের গুলিতে মো. ইদ্রিস আলী (৩৭) নামে এক অটোরিকশা চালক আহত হয়েছেন।

 

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে।

 

আহত ইদ্রিস আলী, নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট কাঁচা বাজার এলাকার মৃত ইউসুফের ছেলে।

 

এর আগে বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় নগরের বায়েজিদ থানার চালিতাতলী এলাকায় চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনি গণসংযোগে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলির ঘটনায় সরোয়ার হোসেন বাবলা (৩৫) নামে একজন নিহত হন। এ সময় বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ পায়ে গুলিবিদ্ধ হন। বর্তমানে এরশাদ উল্লাহ এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

ঘটনার বিষয়ে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের উত্তর বিভাগের উপ-কমিশনার (ডিসি), অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ও বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিনকে মোবাইল ফোনে যোগযোগ করা হলে কল রিসিভ করেনি।

 

বায়েজিদ বোস্তামী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মারেফুল করিম বাংলানিউজকে বলেন, গুলির ঘটনার বিষয়ে অবগত নয়। খবর নিচ্ছি।

 

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের কর্মরত নাম অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বাংলানিউজকে বলেন, দুপুরে চালিতাতলী এলাকায় অটোরিকশা চালানোর সময় অজ্ঞাত দুর্বৃত্তরা মো. ইদ্রিস আলীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি হাটুতে গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দুপুর পৌনে ৩টার দিকে চমেক হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের চিকিৎসক ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি দেন। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

উখিয়ায় আলোচিত গিয়াস উদ্দিন তাহেরি

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৩:১৪ অপরাহ্ণ
উখিয়ায় আলোচিত গিয়াস উদ্দিন তাহেরি
শেয়ার করুন

কক্সবাজারের উখিয়ার সোনারপাড়ায় অনুষ্ঠিত হলো এক বিশাল ধর্মীয় মাহফিল। আজ (৬ নভেম্বর) বাদে যোহর স্থানীয় ঈদগাহ মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেশের আলোচিত ইসলামি বক্তা মাওলানা গিয়াস উদ্দিন তাহেরি।

 

মাহফিলে সকাল থেকেই আশপাশের এলাকা থেকে দলে দলে মানুষ সমবেত হতে থাকেন। দুপুরের পর পুরো মাঠে উপচে পড়ে ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতি। তাহেরির বক্তব্য শোনার আগ্রহে দূর-দূরান্ত থেকে আসেন বহু নারী-পুরুষ ও যুব সমাজের মানুষ।

 

এ সময় তিনি সমাজে চলমান অন্যায়, মাদক, দুর্নীতি ও নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে সচেতন হওয়ারও আহ্বান জানান। মাহফিল ঘিরে সোনারপাড়ায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

 

এর আগে গতকাল সোমবার কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছড়ায়ও মাহফিলে আলোচনা করেন গিয়াস উদ্দিন তাহেরি। পরপর দুটি মাহফিলে তার উপস্থিতিতে এলাকায় ধর্মীয় উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়।