বিদ্যুৎস্পৃষ্টে কুতুবদিয়ায় কিশোরের মর্মান্তিক মৃত্যু
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জাহালিয়া পাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ শাহারিয়া (কিশোর) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার মাহাবু রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে বৈদ্যুতিক সংযোগে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হলে শাহারিয়া গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত কুতুবদিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বৈদ্যুতিক সংযোগ ব্যবহারে আরও সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন