খুঁজুন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১ মাঘ, ১৪৩২

চট্টগ্রামে সড়কে পড়ে থাকা সেই দুই শিশুর বাবা পুলিশ হেফাজতে

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৬:১৪ অপরাহ্ণ
চট্টগ্রামে সড়কে পড়ে থাকা সেই দুই শিশুর বাবা পুলিশ হেফাজতে
শেয়ার করুন

কনকনে শীতের রাতে চট্টগ্রামের আনোয়ারায় সড়কের পাশে পড়ে থাকা সেই দুই শিশুর পরিচয় মিলেছে। তাদের বাবা মো. খোরশেদ আলমকে (৩৫) হেফাজতে নিয়েছে পুলিশ।

 

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে বাঁশখালী উপজেলা থেকে তাকে হেফাজতে নেওয়া হয়। বর্তমানে ওই দুই শিশু জেলা প্রশাসনের তত্ত্বাবধানে নিরাপদ আশ্রয়ে রয়েছে।

 

এর আগে গত রোববার রাতে আনোয়ারা উপজেলার ৬ নম্বর বারখাইন ইউনিয়নের শোলকাটা এলাকা থেকে ৪ বছরের আয়েশা আক্তার ও ১৪ মাস বয়সী মোরশেদকে অসহায় অবস্থায় উদ্ধার করেন এক অটোরিকশাচালক। তিনি শিশুদের নিজের বাড়িতে নিয়ে আশ্রয় দেন। খবর পেয়ে আনোয়ারা থানা-পুলিশ শিশুদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

 

চিকিৎসকদের মতে, ছোট শিশুটির জন্মগত রোগ এবং বড় শিশুটির চর্মরোগ রয়েছে। ঘটনার পরপরই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে। এরপর জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর শিশু দুটির দায়িত্ব নেয়।

 

বাবার ভাষ্য ও পারিবারিক কলহ পুলিশ হেফাজতে থাকা খোরশেদ আলম জানান, তাদের বাড়ি খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার লেমুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মহামনি এলাকায়। পারিবারিক বিরোধের জেরে তার স্ত্রীর অপকর্মের কারণে তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়। পরে তিনি বাঁশখালীর মিয়ারবাজার লস্করপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

 

খোরশেদ আলমের দাবি, প্রায় ৫ থেকে ৬ মাস আগে তার স্ত্রী দুই সন্তানকে নিয়ে ঘর থেকে পালিয়ে যান। যাওয়ার সময় সংসারের কিছু জিনিসপত্র ও প্রায় ১৮ হাজার টাকা নিয়ে যান তিনি। এরপর দীর্ঘদিন ধরে স্ত্রী ও সন্তানদের কোনো খোঁজ পাননি খোরশেদ। তিনি আরও জানান, তার স্ত্রী ওই ছোট প্রতিবন্ধী শিশুটিকে দিয়ে ভিক্ষাবৃত্তি করাতেন। বিষয়টি জানতে পেরে তিনি অনেক জায়গায় জরিমানাও দিয়েছেন। শিশুদের মায়ের বাড়ি সাতকানিয়ার মৌলভীর দোকান এলাকায়।

 

প্রশাসনের পদক্ষেপ পুলিশি জিজ্ঞাসাবাদ শেষে শিশুদের বাবাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নেওয়া হয়। এ বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, ‘ইতোমধ্যে পুলিশের মাধ্যমে শিশুগুলোর বাবার সঙ্গে আমি কথা বলেছি। তার পিতা-মাতাকে এখানে আসতে বলা হয়েছে। যেহেতু সে তার সন্তানকে নিয়ে যাওয়ার জন্য বলেছে, সেটি আমরা পরে সিদ্ধান্ত দেব।’

 

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘শিশুদের বাবাকে আমরা খুঁজে পেয়েছি। তাকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। শিশুগুলো বর্তমানে জেলা প্রশাসক মহোদয়ের তত্ত্বাবধানে নিরাপদে আশ্রয়দাতার কাছে রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’ উদ্ধার হওয়া দুই শিশুকে বর্তমানে একজন অটোরিকশাচালকের মাধ্যমে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে।

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে:আলী রীয়াজ

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১২:১৫ অপরাহ্ণ
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে:আলী রীয়াজ
শেয়ার করুন

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা এক নতুন, বৈষম্যহীন বাংলাদেশ পাবেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে রংপুরের আবু সাঈদ স্টেডিয়ামে আয়োজিত বিভাগীয় ইমাম সম্মেলনে তিনি ভোটারদের উদ্দেশে বলেন, দেশের ভবিষ্যত গড়তে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট অপরিহার্য। তিনি আরও বলেন, “এই ভোটই নির্ধারণ করবে, আগামী দিনে তরুণদের হাতে কেমন বাংলাদেশ তুলে দেওয়া হবে। হ্যাঁ ভোট দিলে একটি নতুন, স্বচ্ছ ও বৈষম্যহীন সমাজ গড়ে উঠবে।”

অধ্যাপক আলী রীয়াজ জানিয়ে দেন, জুলাই সনদ শুধু আইন নয়; এটি লেখা হয়েছে জুলাই আন্দোলনে শহীদদের রক্তের স্মৃতিতে। এই সনদ বাস্তবায়নের জন্য জনগণকে গণভোটে হ্যাঁ বলতেই হবে।

তিনি গণভোটকে রাজনৈতিক ক্ষমতার সঙ্গে যুক্ত না করে বোঝান, “গণভোটে কোনো ব্যক্তিকে ভোট দেওয়া হচ্ছে না। যদি জনগণ হ্যাঁ বলে, তাহলে কোনো রাজনৈতিক দলেরই ক্ষমতা থাকবে না সংস্কার আটকে রাখার। দীর্ঘ ১৬ বছর ধরে জনগণের অর্থ লুটপাট হয়েছে। হ্যাঁ ভোট দিলে এই লুটপাট ও দুর্নীতি অনেকাংশে বন্ধ হবে।”

ভবিষ্যতের জন্য সতর্কতা জারি করে আলী রীয়াজ বলেন, “বাংলাদেশে পুনরায় কোনো ফ্যাসিবাদ তৈরি যাতে না হয়, সেজন্য আমাদের সজাগ থাকা প্রয়োজন। গণভোট সেই সজাগ থাকার অন্যতম হাতিয়ার।”

এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি ও সুশীল সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

বিকেলে প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বেঠক

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ণ
বিকেলে প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বেঠক
শেয়ার করুন

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

 

বিস্তারিত আসছে…

‘চাঁদাবাজ ডটকম’ ওয়েবসাইট চালু করার ঘোষণা দিলেন এনসিপি নেতা নাসিরউদ্দীন

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ণ
‘চাঁদাবাজ ডটকম’ ওয়েবসাইট চালু করার ঘোষণা দিলেন এনসিপি নেতা নাসিরউদ্দীন
শেয়ার করুন

দুর্নীতি ও চাঁদাবাজি রোধে ‘চাঁদাবাজ ডটকম’ (chandabaj.com) নামে একটি বিশেষ ওয়েবসাইট এবং জাতীয় হটলাইন চালু করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটোয়ারী।

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। সম্প্রতি নির্বাচনী প্রচারণাকালে তার দেওয়া এই সংক্রান্ত একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

 

ভাইরাল হওয়া ভিডিওতে নাসিরউদ্দীন পাটোয়ারীকে বলতে শোনা যায়, ‘‘আমরা ‘চাঁদাবাজ ডটকম’ নামে একটি ওয়েবসাইট চালু করব। এর মাধ্যমে বিভিন্ন জায়গায় যারা চাঁদাবাজি ও দুর্নীতি করে, তাদের বিরুদ্ধে ডকুমেন্টস বা এভিডেন্স (প্রমাণ) দিয়ে আপনারা ইনপুট দিতে পারবেন। যারা তথ্য দেবেন, তাদের নাম-পরিচয় আমরা সম্পূর্ণ গোপন রাখব।”

 

তিনি আরও জানান, ‘অতি শীঘ্রই জাতীয় হটলাইন এবং এই ওয়েবসাইটটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।’

 

সংগৃহীত প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘আমরা একগাদা প্রমাণ নিয়ে ওদের (চাঁদাবাজদের) মুখের ওপর গিয়ে বলব—এই হলো প্রমাণ, আপনি এখন রাজনীতি ছেড়ে দেন।’